শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর ' পারাবত প্রিয়া ' ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করার সময় মহুয়া রায়চৌধুরীর সান্নিধ্য পাওয়ার স্মৃতি : ' পারাবত প্রিয়া ' র শুটিংয়ের সময় আমি ক্লাস টু কি থ্রি তে পড়ি .... আমাদের নিয়ে যাওয়া হয়েছিল একটা গানের শুটিংয়ের জন্য - ' বৃষ্টি থামার শেষে '। সারাদিন ধরে শুটিং চলেছিল। বাচ্চাদের মধ্যে আমি সবথেকে ছোট ও পেটুক ছিলাম। লাঞ্চের সময় পুরো টিম একসাথে খাওয়া দাওয়া করছিল। আমি নিজে খেতে পারছিনা দেখে মহুয়া দি নিজের হাতে আমাকে মাছ-ভাত খাইয়ে দিয়েছিলেন। জায়েন্ট ক্যামেরার দিক থেকে আমি কোনও মতেই চোখ না ফেরানোয় অনেকগুলো রিটেক নিতে হয়েছিল। গানটা দেখলে খেয়াল করবেন, আমি সোজা ক্যামেরার দিকে তাকিয়ে আছি। দিনের শেষে প্যাক আপ- এর পরে তিনি আমাকে অনেক আদর করেছিলেন , আজও মনে পড়ে! কয়েকবছর বাদে ওনার অকাল প্রয়াণের খবর আমাকে ভীষণ ব্যথিত করেছিল!! '
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন